চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী এবং গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস রাজধানীর ডিবি কার্যালয়ে এসেছেন। দুজন আলাদা আলাদাভাবে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টায় তারা রাজধানীর মিন্টো রোডের এই গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আসেন।
মূলত, দুজনই তথ্য প্রযুক্তি বিষয়ক সহায়তার জন্যই গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এসেছেন বলে আমাদের প্রতিবেদক জানিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী এবং গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস কার্যালয়ের অভ্যন্তরে অবস্থান করছেন।
অপরদিকে জানা গেছে, অপুর ভিডিও বার্তার পরই ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।
তারা বেরোলেই অনেকটাই বোঝা যাবে আসলে কী ঘটনার প্রেক্ষিতে তারা এসেছেন। তবে অপু বিশ্বাস ও মুন্নীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। এছাড়াও সামাজিক মাধ্যমে অপু বিশ্বাস একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি, তাপস ও মুন্নীর একটি সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেছেন। অবশ্য এর আগেই একই বিষয়ে দেশ রূপান্তরকে সাক্ষাৎকার প্রদান করেছিলেন অপু বিশ্বাস।
সামাজিক মাধ্যমে কাদা ছোঁড়াছুড়ি কিংবা পরস্পরকে আক্রমণের কারণে দুজনই ডিবি কার্যালয়ে আসতে পারেন। অথবা সাইবার প্ল্যাটফরমকে এই তর্ক বিতর্ক হতে বিরত রাখারা সমঝোতার জন্যও আসতে পারেন বলে ডিবি কার্যালয়ে অবস্থানরত দেশ রূপান্তরের প্রতিবেদক জানাচ্ছেন