প্রতীক বরাদ্দ শেষ, প্রচারে প্রার্থীরা

বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা, যা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এদিকে, গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭ জন তাদের প্রত্যাহার করেন। প্রত্যাহারের পর বৈধ প্রার্থী দাঁড়িয়েছে এক হাজার ৮৮৬ জনে।

নানা নাটকীয়তার পর গতকাল রোববার শরীকদের ৩২টি আসন ছাড় দিয়ে ভোটের মাঠে আসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৯৮টি আসনে দলটি প্রার্থী মনোনীত করলেও বর্তমানে ২৬৯ জন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ১৪ দলীয় জোটের ছয়জন প্রার্থী নৌকায় নির্বাচন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *