বৃষ্টিতে ম্যাচ নেমে এলো ৩০ ওভারে

খেলাধুলা

মেঘলা আবহাওয়া দেখে টস জিতে অনুমিতভাবে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে টসের পর শুরু হওয়া বৃষ্টি প্রথম দফায় কেড়ে নেয় এক ঘন্টারও বেশি সময়। পরে দ্বিতীয় দফা বৃষ্টিতে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে শরিফুল ইসলামের কল্যাণে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে তৃতীয় দফায় বৃষ্টির কারণে অনেকটা সময় বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামলেও ফের কাটা গেছে ওভার। এবার ম্যাচ নামিয়ে আনা হয়েছে ৩০ ওভারে।

আজ রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনের ওভাল মাঠে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। শরিফুলের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন রাচীন। একই ওভারের শেষ বলে হেনরি নিকোলসকেও ফেরান এই বাঁহাতি পেসার। এবার এনামুলের হাতে ধরা পড়েন নিকোলস। দুই ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি।

এরপর অবশ্য টম লাথাম ও উইল ইয়ংয়ের শতরানের জুটিতে ভর করে তৃতীয় দফায় বৃষ্টির আগ পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৯.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১০৮ রান। উইল ৪১ ও লাথাম ৫১ রানে অপরাজিত আছেন।

গত ছয় বছরে বাংলাদেশ দল চারবার নিউজিল্যান্ডে গেছে। তবে নিয়মিত সফর করেও সাফল্য নেই বাংলাদেশের। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছিল।

এখন পর্যন্ত তিন সংস্করণ মিলে নিউজিল্যান্ডের মাঠে ৩৬ ম্যাচ খেলে বাংলাদেশ ৩৫টিতেই হেরেছে। বাংলাদেশের কোনও সিরিজ জেতা হয়নি নিউজিল্যান্ডের মাঠে। এবার অবশ্য শান্ত হতাশার অতীত পাল্টাতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *