সুপারপাওয়ার যুক্তরাষ্ট্রকে আমরা উপেক্ষা করতে পারি না : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সুপারপাওয়ার। আমরা কখনোই তাদের উপেক্ষা করতে পারি না। সরকার যুক্তরাষ্ট্রের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করে থাকে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি, যুক্তরাষ্ট্রও আমাদের সঙ্গে রয়েছে। তিনি আরও বলেছেন, ‘আমরা চাইব না–বিদেশিরা আমাদের কোনো আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সোমবার (২৭ নভেম্বর) আয়োজিত ব্রিফিংয়ে  ড. মোমেন এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি অংশ না নেওয়ার পরও যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তবে অবশ্যই বিদেশিরা তা গ্রহণ করবে। মিশরে বড় দল ছিল ব্রাদারহুড, তারা নির্বাচনে আসেনি, আফগানিস্তানে তালেবান আসেনি। নির্বাচনে বড় দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ নয়।’

ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আমরা বলব–যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদেরকে মার্কিন ভিসা নীতির আওতায় নিয়ে আসুন। ’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাইব না–বিদেশিরা আমাদের কোনো আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, কিন্তু দুঃখজনক হলেও ঐতিহাসিকভাবে এটা সত্য যে, আমাদের রাজনীতিবিদরা এজন্য অনেকখানি দায়ী। আমাদের রাজনীতিবিদেরা কারণে-অকারণে বিভিন্ন মিশনে  ধরণা দেন, একশটা চিঠি লিখেন। মিডিয়াও এজন্য দায়ী। আমাদের কিছু বাঙালি বিদেশে আছেন, তারাও এজন্য দায়ী। এই কয়েকটি গোষ্ঠীর কারণে বিদেশিরা আমাদের নির্বাচন কিংবা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *