ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবারের (১৮ নভেম্বর) এই হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই দাবি করেছেন।
ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ভোরবেলা শরণার্থী শিবিরের আল-ফাখুরা স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। জাতিসংঘ পরিচালিত এইস্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র ছিল। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এএফপি যাচাই করতে পারেনি।
ভিডিওটিতে একটি ভবনের মেঝেতে রক্ত এবং ধুলোয় ঢাকা মৃতদেহ দেখা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ক্যাম্পের আরেকটি ভবনে পৃথক হামলায় একই পরিবারের ৩২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৯ জন শিশু।
মন্ত্রণালয় আবু হাবাল পরিবারের ৩২ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে এই তথ্য দিয়েছে তারা।
ফরাসি সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই হামলার বিষয়ে মন্তব্য জানাতে অনুরোধ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেনি।