মাগুরায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পুনরায় ভর্তির ব্যতিক্রমী আয়োজন

দেশজুড়ে বাংলাদেশ

মাগুরার মহম্মদপুরে প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে পুনরায় ভর্তি করনের ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ২০টি বিদ্যালয় এর ৩০ জন ঝরে পড়া ছাত্র-ছাত্রীকে পুনরায় ভর্তি ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজ সোমবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানস্থলেই শিশুদের নতুন ভর্তি কার্যক্রম শুরু ও তাদেরকে স্কুল ব্যাগ, বই, খাতা, জুতা ও স্কুল ড্রেস বিতরণ করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি মোঃ রোকনুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম। নানা কারণে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পুনরায় ভর্তি ও স্বাভাবিক শিক্ষাজীবনে নিয়ে আসার এমন আয়োজনকে দেশের মধ্যে প্রথমবারের মতো বলে দাবি করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *