শুক্রবার রাতে ফাঁস হয়েছে গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নীর সঙ্গে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের দীর্ঘ ফোন কল। সেই ফোন কলে মুন্নি দাবী করেছেন, গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে ঢালিউড অভিনেত্রী বুবলীর প্রেম একেবারে চাঙ্গা। এবার বিষয়টি নিয়ে চুপ থাকতে পারলেন না আলোচিত অভিনেত্রী পরীমণি।
পরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নাম উল্লেখ না করলে একটি প্রশ্নে বিদ্ধ করলেন বুবলীকে। বললেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’
পরীমণির ওই পোস্টে একাধিকজন মন্তব্য করেছেন। একজনের মন্তব্যের জবাবে পরীমণি বলেন, খেলার শেষ দৃশ্য চলছে এটি। গানবাংলা ও টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপসের খেলা হবে সিনেমায় বুবলী ছাড়াও পরীমণির অভিনয়ের কথাও রয়েছে। এদিকে এই পুরো বিষয়টিকে বুবলী একাধিকবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন।