ডিসেম্বরের শেষে নিয়ন্ত্রণে আসতে পারে বাজারদর : বাণিজ্য মন্ত্রণালয়

বাংলাদেশ

ডিসেম্বরের শেষ দিকে দেশে উৎপাদিত পণ্য বাজারে দাম স্বাভাবিক হতে পারে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকেদর এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, জিনিসপত্রের কমাতে আমরা চেষ্টা করছি। আমরা বাজার মনিটরিং করছি বলেই দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তা না হলে জিনিসপত্রের দাম আরও বাড়ত। আমদানির কারণে ডিম ও আলুর দাম কমছে বলেও জানান তিনি।

মধ্যস্বত্বভোগীদের কাছে পণ্য থাকলে দাম বেড়ে যায় উল্লেখ করে তপন কান্তি ঘোষ বলেন, বছরের এই সময়টাতে কৃষকদের কাছে পণ্য থাকে না। মধ্যস্বত্বভোগীদের কাছে পণ্য থাকে বলেই এই সময়ে দাম বাড়ে। এ বছর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দাম বেড়েছে। আমরা বিকল্প উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *