দুই ম্যাচ বাকি রেখেই দেশে ফিরলেন পাপন

খেলাধুলা

ভারতে চলমান বিশ্বকাপে কঠিন সময় পার করছে বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের মঞ্চে দুই ম্যাচ বাকি রেখেই দেশে ফিরে এসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দলকে সাহস যোগাতে নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারতে গিয়েছিলেন পাপনসহ বেশ কয়েকজন বোর্ড কর্তা। এরপর ডাচদের কাছে শোচনীয় পরাজয়। সবশেষ পাকিস্তানের কাছেও ভরাডুবি। এই দুই পরাজয়ের সাক্ষী ছিলেন বিসিবি কর্তারা।

দলের এমন বাজে পরিস্থিতিতে দেশে ফিরেছেন পাপন। এই সফরে বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

গতকাল কলকাতা থেকে ঢাকা ফিরেছেন তারা। তার আগে গণমাধ্যমে জানিয়েছিলেন, দলের এমন খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছে বিসিবি। ক্রিকেটারদের যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবে।

এদিকে বাংলাদেশ দলও গতকাল কলকাতা ছেড়েছে। তাদের পরবর্তী চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে দিল্লিতে মুখোমুখি হবে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *