বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো ঘোষিত টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে সীমিত পরিসরে যান চলাচল করছে। প্রথমদিনের মতো আজ বুধবার (১ নভেম্বর) বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।
সরেজমিনে দেখা গেছে, গাবতলী এলাকায় গণপরিবহণগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে। তবে, অবরোধ আতঙ্কে সড়কে যান চলাচল কম। পুরো এলাকা অনেকটাই ফাঁকা। এ ছাড়া অবরোধের কারণে বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস।
যাত্রাবাড়ী, গাবতলী মোড় ও বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, ভোর থেকেই সড়কে চলাচল করছে গণপরিবহণ। রাস্তায় বের হওয়া যাত্রীরা স্বাভাবিক দিনের মতোই বাসে চড়তে পারছেন। তবে, যান চলাচল ও যাত্রী সংখ্যা কম। এ ছাড়া সড়কে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।