মাগুরায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের ৩টি ব্যাচের উদ্বোধন

বাংলাদেশ

 

“দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্ত ও হতদরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যমে আর্থ সামাজিক অবস্হার উন্নয়ন” প্রকল্পে মাগুরায় আজ মঙ্গলবার কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের ৩টি ব্যাচের উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বহুমুখী মানব কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

দুপুরে মাগুরা আতর আলী সড়কের বহুমুখী মানব কল্যান সংস্হার কার্যালয়ে প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল হক, সংগঠনের কোষাধ্যক্ষ ডা. মোঃ সাইফুল্লাহ রাসেল, নির্বাহী সদস্য জেসমিন জাহান মূন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বিপুল আশরাফ, প্রজেক্ট কো-অর্ডিনেটর তাপস কুমার দেবনাথসহ অন্যরা। বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় নিয়ে আসতে অবহেলিত নারী ও পুরুষদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তারা কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

জানা গেছে বহুমুখী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত ৫১০ জনকে মোটর ড্রাইভিং ও ৭৫০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়েছে। বর্তমানে এ প্রকল্পে ড্রাইভিং এ ১২০ ও কম্পিউটার প্রশিক্ষণে ১২০ জন প্রশিক্ষণ গ্রহণ করছেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *