এবারের বিশ্বকাপ ভালো কাটছে না বাংলাদেশ ও পাকিস্তান কারোই। টানা জয়হীন থাকায় দুদলের কেউই স্বস্তিতে নেই। বাংলাদেশের সেমির স্বপ্ন শেষ হলেও কাগজে-কলমে এখনও টিকে আছে পাকিস্তান। যদিও, তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। সর্বশেষ চার ম্যাচে হেরেছে পাকিস্তান, বাংলাদেশ জয় পায়নি পাঁচ ম্যাচে।
কলকাতার ইডেন গার্ডেন্সে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু অবশিষ্ট নেই বাংলাদেশের। লড়াই এখন শেষটা সুন্দর করার। গতকাল সোমবার (৩০ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা আমাদের অবস্থা নিয়ে কথা বলেছি। গ্রুপ মিটিং করেছি। আমরা নিজেরা বসেছিলাম, আলোচনা করেছি যেখানে আমরা বর্তমানে আছি, কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি। পারফর্ম করতে না পারলে সবই মূল্যহীন। এ জন্য, আমাদের মাঠে পারফর্ম করে নিজেদের প্রমাণ করতে হবে। যেন প্রত্যেকে তা দেখতে পারেন।’
ফেভারিট হয়ে বিশ্বকাপে আসা পাকিস্তানও নিজেদের হারিয়ে খুঁজছে। সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন বলেন, ‘বাংলাদেশ এখানকার বাকি ৯টি দলের মতোই একটি। তাদের হারানোর দৈব ক্ষমতা আমাদের নেই। যে কোনো দলকে হারাতে গেলে ভালো খেলতে হবে। বাংলাদেশের প্রতি সর্বোচ্চ সম্মান আছে আমাদের। আমাদের বিশ্বাস তাদের দুর্বলতা বের করে কাজে লাগাতে পারব।’