আজ সারা দেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বাংলাদেশ

সারা দেশে আজ রোববার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার এ ঘোষণা দেন।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মহানগর, থানা, জেলা ও উপজেলা শহরসহ সারা দেশে রোববার শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল কই? ফখরুল কোথায় গেছে? বিএনপির আজকের সমাবেশ পতনযাত্রা আর মরণযাত্রায় এখন ফখরুল পলাতক। মহান যাত্রা হয়ে গেলে মরণযাত্রা।’

সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে। সামনে আরও খেলা হবে। পুলিশের ওপর হামলা ও বিচারপতির বাড়িতে কেন হামলা হয়েছে, এর জবাব দিতে হবে বিএনপিকে। এদেরকে শিক্ষা দিতে হবে।’

‘সমাবেশের নামে ধ্বংস করেছে বিএনপি’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (বিএনপি) নোংরা চেহারা জাতির সামনে আয়নার মতো পরিষ্কার হয়েছে। বিএনপির হরতাল নামের অস্ত্রটি এখন ভোঁতা হয়ে গেছে। এ হরতাল দেশের মানুষ মানে না।’

বিএনপির মতো দুর্বল দলের পেছনে পশ্চিমা কেনো দেশ থাকবে না বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপির ক্ষমা নেই। তাদের অপরাধের শাস্তির ব্যবস্থা করা হবে। বিএনপির সঙ্গে কিছুক্ষণ লাফালাফি করে জামায়াতও অবস্থান করেছে। কিন্তু, আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। বিএনপিকে একদিনে এতগুলো অপকর্মের জন্য কৈফিয়ত দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *