বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন কেবল একটি জয়। প্রথম জয়ের পর খেলেছে আরও তিনটি ম্যাচ। সবগুলোতে মাঠ ছেড়েছে হতাশার পরাজয় নিয়ে। একটি ম্যাচেও মাঠে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
এই মাঠেই আগের ম্যাচে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছিল প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৯৯ রান তুলে ইংরেজদের থামায় মাত্র ১৭০ রানে। তাদের বিপক্ষে আজ তাই বাংলাদেশের অগ্নিপরীক্ষা বলা চলে। তবে, সাকিব আল হাসানদের সাহস জোগাচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে অতীত ইতিহাস। বিশ্বকাপে দুদলের সর্বশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের চারবারের দেখায় সমান দুটি করে ম্যাচ জিতেছে দুই দল। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘অবশ্যই আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে। ওরা অনেক ভালো অবস্থায় আছে। এর মানে এই না যে, আমাদের সব শেষ। পাঁচ ম্যাচ বাকি আছে এখনও। যদি এখানে জিততে পারি তাহলে ভালো মোমেন্টাম আসবে।’
সংবাদ সম্মেলনে প্রোটিয়া তারকা এইডেন মার্করাম বলেন, ‘আমরা যখনই বাংলাদেশের সঙ্গে খেলি তখন সেটা আমাদের জন্য বড় খেলা। অতীতে আমরা তাদের সঙ্গে খুব একটা ভালো করতে পারিনি। তাই আমাদের বাড়তি অনুপ্রেরণা নিয়েই মাঠে নামতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছি তার চেয়েও যেন ভালো খেলতে পারি। আমরা যদি আমাদের কাজগুলো ঠিকঠাক করতে পারি তাহলে দিনটি আমাদের হবে।’