দ্রুতই আসছে কৃষ ৪, ফিরছেন হৃতিক

বিনোদন

বলিউডের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো হৃতিক রোশন এর কৃষ। যার শুরুটা হয়েছিলো কই মিল গ্যায়া চলচিত্র দিয়ে। তারপর কৃষ ২ এবং কৃষ ৩ দর্শকদের মাঝে জনপ্রিয়তার ক্রেজ অনেকটাই বাড়িয়ে দিয়ছে। আর এবার আসছে এই ফ্রাঞ্চাইজির পরবর্তী ছবি কৃষ ৪।

জানা গেছে এরই মাঝে কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগের ছবির স্ক্রিপ্টে ‘হ্যাঁ’ বলেছেন হৃতিক। এই সুপারহিরোর ছবির স্ক্রিপ্ট লিখেছেন অভিনেতার বাবা চিত্রপরিচালক রাকেশ রোশন। যদিও বাবার লেখা স্ক্রিপ্টে বেশ কিছু বদল এনেছেন অভিনেতা। হৃতিক নিজের মতো একাধিক ইনপুট দিয়েছেন এ ছবিতে।

অভিনেতার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর থেকে শুরু হবে কৃষ-৪ এর শুটিং। তার কথায়, ‘বহু বছর পর যেহেতু এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি নিয়ে আসছেন তারা সেহেতু হৃতিক ছবির স্ক্রিপ্ট এবং গল্প নিয়ে ভীষণ শিওর হতে চেয়েছিলেন। কোনও রকম ভুল-ভ্রান্তি করতে চাননি তিনি। স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর হৃতিক আগাগোড়া সেটা পড়েছেন, কিছু বদল এনেছেন তাতে। সবটা হওয়ার পর এখন এই ছবির জন্য স্ক্রিপ্ট পুরো রেডি। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হবে শুটিং।’

তবে তার আগে হৃতিককে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ছবিতে দেখা যাবে। আপাতত তিনি সেই ছবির শুটিং প্রায় শেষ করে এনেছেন। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ফাইটার। দীপিকা পাড়ুকোন থাকবেন তার বিপরীতে। ফাইটার মুক্তির পাওয়ার পরই কৃষ-৪ ছবিতে হৃতিক কাজ শুরু করবেন বলে ধারণা করছে সিনেবোদ্ধারা। আপাতত তিনি ফিটনেস এবং চরিত্রের প্রয়োজনে শারীরিক বদলের দিকে মন দেবেন। তৈরি হবেন সুপারহিরো হিসেবে।সূত্রের তরফে জানানো হয়েছে, ছবি কিছুটা অংশের শুটিং করা হবে সিঙ্গাপুরে। বাকিটা অন্য জায়গায় হবে, মূলত অ্যাকশন দৃশ্যগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *