সনাতন ধর্মাবলম্বীদের জন্য এ দেশে শেখ হাসিনার চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২১ অক্টোবর) পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে এ কথা বলেন সেতুমন্ত্রী।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’
দেশে সাম্প্রদায়িকতা ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের জন্য এ দেশে শেখ হাসিনার চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। তাই সাম্প্রদায়িকতা রুখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আগের অশুভ ঘটনাগুলো হিন্দুদের কষ্ট দিয়েছে। এ অপকর্মের পুনরাবৃত্তি চাই না। আশা করি, দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’
‘জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই এটা সম্ভব।’
ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতা শুধু নির্বাচনের মাধ্যমে হাত বদলাবে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বারবার সময়সীমা ঘোষণা করায় বিএনপিনেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আরও কতদিন দেবেন? আমি বলি, আমাদের সময় নেই। ৪ নভেম্বর ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। (সেদিন) মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।’
‘তারা (বিএনপি) কখনো কোনো মেগাপ্রকল্প বাস্তবায়ন করেনি, বরং দেশের সম্পদ লুট করেছে’, যোগ করেন ওবায়দুল কাদের।