দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড দুদলই চলতি বিশ্বকাপে অন্যতম ফেবারিট। তবে উড়তে থাকা দুটো দলই নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে হোঁচট খেয়েছে। এমন অবস্থায় এবার অকে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে দল দুটি। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। এই ম্যাচে ইংল্যান্ড দলে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস।
আজ শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। যদিও এই ম্যাচে খেলছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন ব্যাটার এইডেন মার্করাম।
এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট চার। ইংল্যান্ডের অবস্থা আরও নাজুক। তিনটির মধ্যে তারা জিতেছে কেবল একটি। হেরে বসেছে আফগানিস্তানের সঙ্গে। অন্যদিকে, প্রোটিয়ারা নিজেদের সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পা না হড়কালে তাদের এত অস্বস্তিতে পড়তে হতো না।
পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। নিউজিল্যান্ড ও ভারত শতভাগ জয় অর্থাৎ চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে নিউজিল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড একটা মাত্র জয়ে দুই পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।