২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলকে প্রথম হারার স্বাদ দিয়েছে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ে। বুধবার (১৬ অক্টোবর) এস্টাডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে সেলেসাওরা। হারের থেকেও বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। দলের তারকা নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন।
ম্যাচের ৪৫ মিনিটে চোটে পড়েন নেইমার। চোট যে এতটা গুরুতর ছিল, হাত দিয়ে চোখ ঢেকে তিনি কাঁদতে কাঁদতে নেইমার মাঠ ছেড়েছেন।
ব্রাজিল টিমের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘এখনই নেইমারের ইনজুরি কতটা গুরুতর সেটি বলা যাচ্ছে না। আমরা সব ধরনের পরীক্ষা করছি, আগামীকালও একই পরীক্ষাগুলো করা হবে। তার হাঁটুর পরবর্তী অবস্থা দেখা হবে আগামী ২৪ ঘণ্টা পরে। তাকে পর্যবেক্ষণে রাখা হবে, দেখি কী আসে পরবর্তী পরীক্ষায়।’
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমার একটি স্টোরি দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘সৃষ্টিকর্তা সব বিষয়ে জানেন। সকল শ্রদ্ধা ও কৃতিত্ব একমাত্র তোমার, আমার স্রষ্টা। যাই ঘটুক, আমি তোমার ওপরই আস্থা রাখি।’