রাজধানীর উত্তরায় বহুতল ভবন সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন সাড়ে তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ৭ নম্বর সেক্টরের ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। তাদের তথ্য অনুযায়ী, ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর সড়কের সাইদ গ্র্যান্ড সেন্টার নামে বহুতল ভবনে আগুন লাগে। আগুনের কারণ বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে বহুতল ভবনে ধোঁয়া দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তিনটি ফ্লোরে ছড়িয়ে পড়ে এই আগুন। ক্যাফেরিও নামে রেস্টুরেন্টে আগুনের মাত্রা ছিল বেশি। ফায়ার সার্ভিস সেখানে গিয়ে প্রথমে পাঁচতলার আগুন নেভায়, না হলে আরও ভয়াবহ হতে পারত।
অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরেই ছিলেন অনেকে। তাদের অভিযোগ, ঘটনার পর নিরাপত্তাকর্মীরা কোনো সতর্কবার্তা দেননি। বাজানো হয়নি অ্যালার্ম। এমনকি, ভেতরে কেউ আছেন কি-না, তাও জানার চেষ্টা করেননি।
পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত ওয়ারলেস অপারেটর মো. ইলিয়াস এনটিভি অনলাইনকে জানান, রাত ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, হতাহতের কোনো তথ্য তাদের কাছে নেই।
অগুন নেভানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি। তিনি জানান, এই আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান্ট ছিল না। অন্যদিকে, বেশ কয়টি রেস্টুরেন্ট আছে, অন্যান্য অফিস রয়েছে এবং কাপড়ের অনেক স্টোর পেয়েছি। সুতরাং, এটি একটি মাল্টিপারপাস ভবন। এখন খতিয়ে দেখতে হবে, ভবনের সব ধরনের প্ল্যান পাস করা ছিল কি-না।’