সেনাবাহিনী আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছে : সেনাপ্রধান

বাংলাদেশ

সেনাবাহিনীকে উন্নয়নের অংশীদার করায় সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের জন্য সেনাবাহিনী আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করে থাকে। দেশের অবকাঠামো খাতের উন্নয়নসহ যেকোনো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।’

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়ায় পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ ১৭২ কিলোমিটার। শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। আর এ অংশের উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *