ঘরের মাঠে চলছে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের চতুর্থ দিন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক ভারত। বিশ্বকাপের যাত্রাটাই তাদের শুরু হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে।
অজিদের বিপক্ষে ম্যাচের আগে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কেননা দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার শুভমন গিলকে তারা পাচ্ছে না গুরুত্বপূর্ণ এই ম্যাচে। ডেঙ্গু আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তার সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া।
এদিকে সাঁতার কাটতে গিয়ে চোট পাওয়ায় শঙ্কা ছিল অ্যাডাম জাম্পার মাঠে নামা নিয়ে। ম্যাচের আগের দিন সাঁতার কাটতে গিয়ে সুইমিং পুলের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছেন তিনি। চোট তেমন গুরুতর না হওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচে যথারীতি দেখা যেতে পারে অজি এই স্পিনারকে।এতো গেল দুই দলের খবর। এবার একটু তাকানো যাক পরিসংখ্যানের দিকে।
দুই দলই চলতি বিশ্বকাপের ফেভারিট দল। কিন্তু কাগজ কলমের হিসেব ও হেড টু হেড লড়াইয়ের পরিসংখ্যান এগিয়ে রাখছে অস্ট্রেলিয়াকে।
এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ১৪৯টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর ভেতর ৮৩ ম্যাচেই জয়কে সঙ্গী করে মাঠ ছেড়েছে অজিরা। ৫৬ ম্যাচে জয় বাগিয়ে নিতে সক্ষম হয়েছে ভারত। ১০টি ম্যাচ বাতিল হয়েছে।
তবে ঘরের মাঠে অজিদের বিপক্ষে ভারতের লড়াইয়ের পরিসংখ্যানটা বলছে চিদারম্বর স্টেডিয়ামে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। ঘরের মাঠে এখন পর্যন্ত দুই দলের ৭০ দেখায় ৩২ বার জয় পেয়েছে ভারত আর ৩৩ বার অস্ট্রেলিয়া।তবে দুই দলের সবশেষ দেখার অভিজ্ঞতায় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার বিষয়ে কিছুটা এগিয়ে রাখবে স্বাগতিকদের। বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষেই তিন ওয়ানডের দুটিতে জিতেছে ভারত। একটিতে জয় পেয়েছে অজিরা।
অপরদিকে নিজেদের শেষ পাঁচ ওয়ানডের পরিসংখ্যানও এগিয়ে রাখছে ভারতকে। কেননা শেষ পাঁচ ওয়ানডেতের ভেতর তিনটিতেই জয়ের দেখা পেয়েছে ভারত। কিন্তু পুরো ভিন্ন দৃশ্য অজি শিবিরে। সবশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে ওয়ার্নার-স্মিথদের।
এখন দেখার বিষয় দুই দলের ১৫০তম দেখায় শেষ হাসিটা ফুটবে কার মুখে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সুরিয়াকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেইন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হেইজলউড ও অ্যাডাম জাম্পা।