একাদশ শ্রেণিতে ক্লাস শুরু

বাংলাদেশ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার (৮ অক্টোবর) সকালে নবীনদের বরণের মধ্য দিয়ে কলেজগুলোতে আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন বা পরিচিতি অনুষ্ঠান। এর মধ্য দিয়ে কলেজে প্রাঙ্গণে পা পড়ছে ১৩ লাখ শিক্ষার্থীর।

কলেজে ভর্তির জন্য তিন ধাপে আবেদন করে নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী। অনলাইনে দেড় মাস আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর, চলে ৫ অক্টোবর পর্যন্ত।

তবে তিন ধাপের আবেদন শেষে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনজন ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। তাদের আবেদনের প্রেক্ষিতে ৮ অক্টোবর থেকে অনলাইনে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে পাস করেছেন আরও প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *