জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলাদেশ

বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় গুলশান অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

জানা গেছে,  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার বিষয়সহ বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *