আজ সোমবার দায়িত্ব গ্রহণ করছেন দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুন। সেই সঙ্গে দায়িত্ব নেবেন ৫৭ জন সাধারণ ও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
সিটি করপোরেশনের বাসিন্দারা বলছেন, নতুন মেয়রের সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে রাজস্ব আদায়ে ধস নেমেছে। শিল্প-প্রতিষ্ঠানগুলো থেকে কাঙ্ক্ষিত কর আদায়ে স্থবিরতা দেখা দিয়েছে।
নগরীর টঙ্গীসহ বিভিন্ন এলাকায় এডিস মশার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে লোকজন। থমকে আছে নগরবাসীর দীর্ঘদিনের দাবি রেললাইনের ওপর জয়দেবপুর ফ্লাইওভার কাজ শুরুর প্রক্রিয়া। এদিকে নতুন মেয়রকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
মূল অনুষ্ঠান হবে নগর ভবনের দক্ষিণে বঙ্গতাজ মিলনায়তনে সকাল ১০টায়। সেখানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জায়েদা খাতুনকে স্বাগত জানানো হবে।