সুখবর দিলেন বুমরাহ-সঞ্জনা

খেলাধুলা

এশিয়া  কাপের সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে ভারত। নেপালের বিপক্ষে এমন ম্যাচে নেই দলের গুরুত্বপূর্ণ বোলার যশপ্রীত বুমরাহ। কিন্তু কেন নেই তিনি সেই খবরই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বুমরাহ ও টিভি উপস্থাপিকা সঞ্জনা গণেশনের ঘরে এসেছে নতুন অতিথি। বাবা হয়েছেন ভারতের তারকা পেসার।

আজ সোমবার (৩ সেপ্টেম্বর) নতুন অতিথি আসার খবর ভক্তদের সাথে শেয়ার করেছেন বুমরাহ। সোশ্যাল মিডিয়াতে সদ্যোজাত সন্তান, মা এবং নিজের আঙুলের একটি ছবি পোস্ট করেন তিনি।

ক্যাপশনে দুজনের পক্ষ থেকে লেখেন, ‘আমাদের ছোট্ট পরিবার আরেকটু বড় হওয়ার পাশাপাশি হৃদয়টাও কল্পনাতীত পূর্ণতা পেয়েছে। আজ সকালে আমাদের ছোট্ট ছেলে অঙ্গাদ যশপ্রীত বুমরাহ পৃথিবীর আলো দেখেছে। আমাদের আনন্দের আর সীমা নেই এবং জীবনে যে নতুন অধ্যায় যোগ হলো, তার জন্য আর তর সইছে না।’ ক্যাপশনটির শেষে লেখা বুমরা ও সঞ্জনা। অর্থাৎ দুজনের পক্ষ থেকেই এই পোস্ট।

ভারতীয় দলের অন্যতম মুখ বুমরাহ। পেস বিভাগের প্রাণভোমরাও বলা চলে। ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ সঞ্জনাও। নিয়মিত বিভিন্ন খেলার অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। আইসিসির একাধিক টুর্নামেন্টেও অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও উপস্থাপনা করেছিলেন তিনি। এরপর ২০২১ সালে ভারতীয় তারকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জনা। এবার তাদের ঘর আলো করে এলো পুত্রসন্তান অঙ্গাদ যশপ্রীত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *