আনসার ব্যাটালিয়ন আইন-২০২৩’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়ায় আনসারদের মধ্যে কেউ বিদ্রোহ করলে বা বিদ্রোহে জড়ালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানের কথা বলা হয়েছে।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
প্রস্তাবিত আইনের খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের খসড়ায় বিদ্রোহ সংঘটন বা বিদ্রোহ সংঘটনের প্ররোচনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। আগের আইনে বিদ্রোহের বিষয়টি ছিল না। নতুন আইনে অপরাধ বিচারের জন্য সংক্ষিপ্ত আনসার আদালত এবং বিশেষ ছাড় আদালত নামে দুটি আদালত গঠিত হবে।