নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ

নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, গত দুই থেকে তিন মাসে চাউলের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না। সার্বিকভাবে গত ছয় মাস থেকে বর্তমানে দেশের বাজারগুলো থেকে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে।  তবে আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম পাগলার মহাসিং নদীতে মাছের পোণা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। প্রার্থীরা টাকা খরচ করে, বেঁচা-কেনাও বাড়ে। তবে জাতীয় নির্বাচনে আন্দোলনের নামে দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, সরকারি অফিস আদালতে হামলা,  সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এতে দেশের মানুষের ক্ষতি হবে। দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।

এ সময় নদীতে প্রায় এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে  ৪২৫ কেজি রুই জাতীয় মাছের পোন ছাড়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলা ইউএনও মো. আনোয়ার উজ্ জামান, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংসু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *