এবার সায়ন্তিকার নায়ক জায়েদ খান

বিনোদন

চলতি মাসের শুরুতেই খবর চাউর হয়, ঢাকাই সিনেমায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমকে এ নায়িকা জানিয়েছিলেন, ‘সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে, আর ছবির নায়ক জায়েদ খান।’ যদিও সে সময় সিনেমাটি নিয়ে চূড়ান্ত কোনো কথা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছিলেন জায়েদ খান।

এবার জায়েদ খান নিজেই জানালেন সিনেমাটি তিনি করছেন, ছবির নাম ‘ছয়াবাজ’।  এরই মধ্যে বুধবার একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন সায়ন্তিকা। তাকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগতম জানিয়েছেন জায়েদ খান। দুইদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হয়নি দেখে না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সব কিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম।’

জায়েদ আরও বলেন, ‘আজ দুপুরে সায়ন্তিকা ঢাকায় এসেছেন। বিমানবন্ধনে তাকে ফুল দিয়ে বরণ করি। আজই আমরা কক্সবাজার যাচ্ছি। সেখানে টানা শুটিং করব।’ জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। বাংলাদেশের একক প্রযোজনায় ছবিটি নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *