এক দফা দাবিতে ফের সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

বাংলাদেশ

সিজিপিএ’র শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে উত্তরণের সুযোগ চেয়ে তৃতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।শিক্ষার্থীদের অবরোধের ফলে আজিমপুর-সায়েন্সল্যাব রাস্তায় যানজট দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আন্দোলনকারী ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনো ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে।

আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফল প্রকাশের দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজ প্রশাসনকে নিতে হবে। ঢাবি অধিভুক্ত ৭ কলেজের সক্ষমতা না থাকা ও নানামুখী সংকটের পরও বিশ্ববিদ্যালয় জোর করে সিজিপিএর শর্ত চাপিয়ে দিয়েছে।

এ সময় শিক্ষার্থীরা ‘নয় মাসে রেজাল্ট কেন, জবাব চাই জবাব চাই’ ‘ঢাবি তোমার প্রহসন, মানি না মানবো না’, ‘এক দফা এক দাবি, মেনে নাও মেনে নাও’, ‘সাত কলেজের এক দাবি মানতে হবে মানতে হবে’সহ নানাবিধ শ্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *