রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা ১০ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম।
বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ‘এমব্রায়ের লিগ্যাসি’ নামের ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।
রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, বিমানটি টভার অঞ্চলে মাটিতে পড়ে যায়। এতে তিন ক্রু এবং সাত জন যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিল ‘এমব্রায়ার ১৩৫বিজে লিগ্যাসি ৬০০’ নামের বিমানটি। রুশ ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি রোসাভিয়াতসিয়া জানিয়েছে, প্রিগোজিনসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ওয়াগনার কমান্ডার বিমানটিতে ছিলেন।