বাংলাদেশিদের সুখবর দিলো সৌদি আরব

বাংলাদেশ

ওমরাহ পালন নিয়ে বাংলাদেশিদের সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদিতে ওমরাহ করতে পারবেন।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।

এর আগে, এদিন সকালে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সৌদি আররের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে মো. ফরিদুল হক খানের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। এই সুবিধা শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের যাত্রীরা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চার দিন। ট্রানজিটে গিয়ে ওমরা করার বিষয়ে আগে থেকে অনুমতি নিতে হবে।

তিনি বলেন, ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এই ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা ৩ মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে পারবেন।

ফরিদুল হক বলেন, হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *