নেইমারকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

নেইমারকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

খেলাধুলা

আগামী মাস থেকে শুরু হবে ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নেইমার। 

সম্প্রতি ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান সেনসেইশন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকে ব্রাজিলের হলুদ জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। তাই ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন এই তারকা ফুটবলার।

বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বে বলিভিয়া বিপক্ষে (৮ সেপ্টেম্বর) ও পেরুর বিপক্ষে (১২ সেপ্টেম্বর) মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। নেইমার ছাড়াও ঘোষিত দলে ভিনিসিয়ুস, রদ্রিগো, রিচার্লিসন, ক্যাসেমিরো ও অ্যালিসনের মতো সেরা তারকারা জায়গা পেয়েছেন।

ব্রাজিলে স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও বেন্টো।

ডিফেন্ডার: দানিলো, মারকুইনোস, রেনান লোদি, রজার ইভানেজ, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, নিনো, ভ্যান্ডারসন, কাইও হেনরিক।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা।

ফরোয়ার্ড: অ্যান্টোনি, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *