আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ

বিএনপি আন্দোলনের বেলুন ফুলিয়েছিল। সেই বেলুন ফিউজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৯ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ডিএমপির উদ্যোগে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম এ আলোচনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, অনেক আন্দোলন করার চেষ্টা করা হয়েছে। অনেক আন্দোলন করতে গিয়ে ঢাকায় একটি মহাসমাবেশ করা হয়েছিল। সেই সমাবেশে বেলুন ফুলেছিল। এখন সেই বেলুন ফিউজ হয়ে গেছে। বিদেশীদের কাছে অনেক ধর্ণা দেয়া হয়েছিল। বাংলাদেশের ওপর একটি চাপ প্রয়োগ করা চেষ্টা করা হয়েছিল। সেই চাপও এখন ডিফিউজ হয়ে গেছে। পত্রপত্রিকা খুললে অনুধাবন করতে পারবেন। বিদেশী চাপ হ্যাজ বিন ডিফিউজড এন্ড আন্দোলনের বেলুন ফিউজড। দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি।

মন্ত্রী বলেন, এই ক্ষেত্রে দেশের জনগণ যেভাবে ভূমিকা রাখছে, পুলিশ বাহিনীও ভূমিকা রাখছে। পুলিশ বাহিনী অবশ্যই আইন অনুযায়ী চলবে, তাদের যে বিধিমালা আছে, সে অনুযায়ী চলবে।

মন্ত্রীর ভাষ্য, বিধিমালা অনুযায়ী চললে, রাজনীতির নামে কেউ মানুষ পুড়াতে পারে না। পৃথিবির কোথাও গত ২০ বছরে রাজনীতির নামে মানুষ পুড়ানো হয়নি। যেখানে জাতিগত সংঘাত হচ্ছে, সেখানে হয়তো পুড়িয়েছে। রাজনৈতক অভিলাস চরিতার্থ করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য জীবন্ত মানুষ পুড়িয়ে ফেলার ঘটনা গত দুই তিন দশকে পৃথিবীর কোথাও হয় নাই। আমাদের দেশে হয়েছে। ইউরোপ আমেরিকার মতো দেশে কোনো রাজনৈতিক দল এটা করলে সেই দল নিষিদ্ধ হতো। তবে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে পরপর পাঁচবার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *