সবার আগে বিশ্বকাপের দল দিল অস্ট্রেলিয়া

সবার আগে বিশ্বকাপের দল দিল অস্ট্রেলিয়া

খেলাধুলা

ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপের জন্য ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে আছেন অ্যারন হার্ডি, তানভীর সাংহা ও নাথান এলিস। তবে মার্নাস লাবুশানে প্রাথমিক দলে জায়গা পাননি।

প্রাথমিক এই দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর ভারতে এসে বিশ্বকাপের ঠিক আগে খেলবে তিন ম্যাচের ওয়ানডে। ওই দুই সিরিজ দেখে ১৫ জনের দল চূড়ান্ত করবে অজিরা।

অবশ্য ১৮ জনের দলে থাকা গ্লেন ম্যাক্সওয়েল দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ও বিশ্বকাপে খেলতে চান তিনি। কব্জির ইনজুরিতে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা অস্ট্রেলিয়ার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘প্যাটের ইনজুরি আছে। ছয় সপ্তাহ আমরা তাকে বিশ্রাম দিয়েছি। আশা করছি দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে সে যুক্ত হবে। বিশ্বকাপের আগে আমরা তাকে বিশ্রামে রাখতে চাই। আশা করছি, বিশ্বকাপের আগে কিছু ম্যাচ খেলে সে প্রস্তুতিও সম্পন্ন করতে পারবে।’

আইসিসি ২৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোকে প্রাথমিক দল ঘোষণার সময় বেধে দিয়েছে। আইসিসির অনুমতি ছাড়া বোর্ডগুলো ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যেকোন সময় ঘোষিত ওই দলে পরিবর্তন আনতে পারবে। এরপর শুরু হবে টেকিনিক্যাল পিরিয়ড, তখন দলে পরিবর্তন আনতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে।

অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, অ্যারন হার্ডি, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংগলিস, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংহা, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কোস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *