শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পান্না কায়সারের দাফন রোববার

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পান্না কায়সারের দাফন রোববার

বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য ও বরেণ্য লেখক এবং গবেষক শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারকে রোববার (৬ আগস্ট) শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

শুক্রবার (৪ আগস্ট) বাদ জুমা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।বরেণ্য লেখক এবং গবেষক শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মরদেহ শুক্রবার বাদ আসর নিউ ইস্কাটনের বাসার সামনে দ্বিতীয় জানাজা শেষে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার বেলা ১১টায় পান্না কায়সারের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। দুপুর ১টা পর্যন্ত তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পান্না কায়সার। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।

পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি শহীদুল্লা কায়সারের সঙ্গে তার বিয়ে হয়। ঔপন্যাসিক ও গবেষক পান্না কায়সার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *