ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (০৪ আগস্ট) দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এই নিহতের ঘটনা ঘটে।
সর্বভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির তথ্যমতে, কাশ্মীরের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিদের ধরতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় জঙ্গিরা গুলি করলে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের গোলাগুলির পর তিন সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনী এক টুইট বার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।