সুহানা খান, বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা। বাবাকে অনুসরণ করে সিনেমা জগতেই নিজের ক্যারিয়ার গড়তে চান তিনি। তবে এখনও কোনও ছবি মুক্তি পায়নি সুহানার।
ক্যারিয়ার গড়ার আগেই যথেষ্ট প্রচার পেয়েছেন শাহরুখ-কন্যা। কিন্তু এর মধ্যেই কটাক্ষের শিকার হলেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা। এর মধ্য দিয়ে প্রথম সাফল্যের স্বাদ পেলেন তিনি। তবে প্রথম কাজেই সমালোচনার মুখে বাদশা-কন্যা। এখানেই শেষ নয়। অনেকে আবার সুহানার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকে।