যুক্তরাষ্ট্র চাইছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন : পিটার হাস

যুক্তরাষ্ট্র চাইছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন : পিটার হাস

বাংলাদেশ

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র এ দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন কমিশনসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আরও জানান, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না ওয়াশিংটন। নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও গণমাধ্যম- সবারই স্বচ্ছতা থাকা দরকার। আমি আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। আমি সবাইকে মার্কিন নীতির কথা জানিয়েছি।

এর আগে, বেলা ১১টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান পিটার হাস। সেখানে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত কার্যালয়ে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *