মাদক দমনে মিয়ানমার থেকে কোনো সাড়া পাচ্ছি না। তাদের সঙ্গে বারবার মিটিং করে আশ্বাস পেলেও উল্লেখযোগ্য কোনো সাড়া পাচ্ছি না বলে জানিছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। কিন্তু মাদকের দুটি বৃহৎ বলয়ের মধ্যে হওয়ায় আমাদের এখানে মাদক ছড়িয়ে পড়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য নানান কাজ করে যাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।