কানাডা ছাড়লেন সাকিব, যাচ্ছেন আফিফ

কানাডা ছাড়লেন সাকিব, যাচ্ছেন আফিফ

খেলাধুলা

কানাডা ছাড়লেন সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এই আসরে পথচলা শেষ তার। মন্ট্রিয়াল টাইগার্স শিবির ছেড়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। সেখানে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন গল টাইটান্সের হয়ে।

গ্লোবাল লিগে সাকিব খেলেছেন মোটে ৪ ম্যাচ, খেলতে পারতেন আরো একটা। তবে শনিবার টরন্টো ন্যাশনালসের বিপক্ষে বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি। তবে এই চার ম্যাচেই বেশ আলো ছড়িয়েছেন সাকিব, মান রেখেছেন নিজের নামের।

চার ম্যাচে ২৫.৫০ গড়ে ১০২ রান করেন সাকিব। স্ট্রাইকরেটও আকর্ষণীয়, ১৫৪.৫৫। তাছাড়া বল হাতে ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। একটা ম্যাচ বাদে বাকি তিন ম্যাচেই ছিলেন স্বরূপে। দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

এদিকে সাকিব যখন কানাডা ছাড়ছেন, তখন কানাডা যাবার প্রস্তুতি নিচ্ছেন আফিফ হোসেন। গ্লোবাল লিগের দল সারে জাগুয়ার্সের থেকে ডাক পেয়েছেন তিনি। যেখানে আছেন লিটন দাসও, দলটির সহ-অধিনায়কও তিনি।সারে জাগুয়ার্সের হয়ে খেলার জন্য প্রস্তাব আসার কথা নিজেই নিশ্চিত করেছেন আফিফ। সবকিছু ঠিক থাকলে আজ রোববার রাতেই অনাপত্তিপত্র নিয়ে দেশ ছাড়ার কথা আফিফের। ১ আগস্ট জাগুয়ার্সের জার্সিতে ব্রামটন উলভসের বিপক্ষে মাঠেও দেখা যেতে পারে তাকে।

আফিফের আগেও বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। এলপিএল ও টি-টেন টুর্নামেন্টে খেলেছিলেন তিনি। ডাক পেয়েছিলেন সিপিএল থেকেও। যদিও অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *