জাহিদ হাসান সম্পর্কে মন্তব্য করে ক্ষমা চাইলেন মাহফুজ আহমেদ

জাহিদ হাসান সম্পর্কে মন্তব্য করে ক্ষমা চাইলেন মাহফুজ আহমেদ

বিনোদন

দুই জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। ৯০ দশক থেকে জনপ্রিয় এই দুই অভিনেতা ব্যক্তিগত জীবনেও ভালো বন্ধু। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে জাহিদ হাসানের সঙ্গে বন্ধুত্ব নিয়ে নানা স্মৃতিচারণ করেন মাহফুজ আহমেদ। একই সময় কথার পরিপ্রেক্ষিতে জাহিদ হাসানকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি। আপত্তিকর সেই মন্তব্যটি করা ভুল হয়েছে বুঝতে পেরে অবশেষে ক্ষমাও চাইলেন এই অভিনেতা।

সে অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ করে বলছিলেন, প্রয়াত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্র জাহিদ হাসান নিয়ে নেন। এই অভিনেতার ভাষ্য, ‘জাহিদ হাসান যে রোলটা করেছেন এই রোলটা নিয়ে আমার সঙ্গে সব কিছু ফাইনাল ছিল। আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’

তিনি আরও বলেন, ‘ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি, আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা তার স্বপ্নের চরিত্র। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত, মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম!’

মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে অন্য একটি চ্যানেলে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চেয়ে নেন। মাহফুজ আহমেদ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি, ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি, স্যরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’
দীর্ঘ আটবছর পর অভিনেতা মাহফুজ আহমেদ চয়নিকা চৌধুরীর প্রহেলিকা সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *