‘খেলা হবে’ সংলাপ বাদ দেওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন আলিয়া

‘খেলা হবে’ সংলাপ বাদ দেওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন আলিয়া

বিনোদন

‘খেলা হবে’, রাজনীতির মঞ্চে একটি জনপ্রিয় সংলাপ। দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের কাছেও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের এই সংলাপ। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুখেও শোনা গেছে সংলাপটি। মূলত, ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ট্রেইলারে এ সংলাপ বলতে শোনা যায় আলিয়াকে।

করন জোহর পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে এটি। কিন্তু মুক্তির আগে ভারতীয় সেন্সর বোর্ডের কাঁচির কবলে পড়েছে সিনেমাটি। জোর গুঞ্জন উড়ছে, সিনেমাটি থেকে ‘খেলা হবে’ সংলাপ বাদ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও এতদিন কেউ-ই মুখ খোলেননি। এবার কথা বললেন আলিয়া ভাট।

সোমবার এ সিনেমার প্রচারের অংশ হিসেবে কলকাতায় গিয়েছিলেন আলিয়া-রণবীর। সাংবাদিকদের মুখোমুখি হলে এ নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

কিছুটা ধোঁয়াশা রেখে আলিয়া ভাট বলেন, “অনেকে অনেক কিছু বলছেন। কিন্তু সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সেটা সিনেমার কোনও ক্ষতি করবে না বলেই আমার বিশ্বাস।”

সিনেমাটিতে জয়া বচ্চনের সঙ্গে তার একটি বিশেষ দৃশ্যের জন্যই ‘খেলা হবে’ সংলাপটি ব্যবহার করা হয়েছে। তা স্মরণ করে আলিয়া ভাট বলেন, “এখন এর চেয়ে বেশি কিছু খোলসা করছি না। দর্শক সিনেমা দেখুক, তা হলেই সব স্পষ্ট হবে।”

সিনেমার গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প।

সিনেমাটিতে আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *