শান্ত থাকতে হবে, সংঘাত হলে আমাদের ক্ষতি: কাদের

শান্ত থাকতে হবে, সংঘাত হলে আমাদের ক্ষতি: কাদের

বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংঘাতের উসকানি আমরা দেবো না। আমাদের পক্ষ থেকে সংঘাত হওয়ার শঙ্কা নেই। আমরা বরাবরই বলে আসছি, আমাদের শান্ত থাকতে হবে। সংঘাত হলে আমাদের ক্ষতি।

একই দিনে আগামী ২৭ জুলাই ছাত্র ও যুব সংগঠন এবং বিএনপির কর্মসূচির সংঘাতের আশঙ্কা আছে কি না সে বিষয়ে সোমবার (২৪ জুলাই) দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা লাঠিসোটা নিয়ে আসছে। কেউ জনগণের জানমালের ক্ষতিসাধন করলে নিরাপত্তা বিধান করা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল হিসেবে আমাদের দায়িত্ব। আমারা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি, বিরোধীদের সরকার পতনের দিবা স্বপ্ন ভেসে যাবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মাঝে মাঝে কষ্ট পান। ভিন্নমতের অনেকের সঙ্গে বাধ্য হয়ে কাজ করতে হয়। আমাদের ছেলে মেয়েরা বিসিএস দেয় না। আমাদের সচিবালয়ে লোক দরকার।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্র সংগঠনের কমিটিগুলোকে দেখতে হবে। ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করতে হবে। ছাত্র রাজনীতির সুদিন ফিরিয়ে আনতে হবে। দেশের জনগণের কাছে আকর্ষণীয় করতে হবে। নেতা দরকার নেই, কর্মী বানাবেন।’তিনি বলেন, ‘আগে ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে হেঁটে গেলে মেয়েরা কমন রুম থেকে বেরিয়ে দেখতো, কোন নেতা যাচ্ছেন। আর এখন ছাত্রনেতারা হেঁটে গেলে কমন রুমে ঢুকে যায়। তার মানে এরা রাজনৈতিক নেতা এবং ক্ষমতার দাপট দেখায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *