‘পাঠান’ দিয়ে শাহরুখ খানের রাজকীয় কামব্যাকের পর এবার দর্শকরা মুখিয়ে আছে তার ‘জাওয়ান’ সিনেমা নিয়ে। ট্রেলার মুক্তি পেতেই সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়ে গেছে। সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ এখন তুঙ্গে।
এরমধ্যে সিনেমাটির নতুন একটি ফারস্ট লুক পোস্টার শেয়ার করলেন বলিউড বাদশাহ। পোস্টারে দেখা গেছে বিজয় সেতুপতিকে, যিনি সিনেমাটির মূল ভিলেন।
পোস্টার শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘তাকে রুখতে পারে এমন কেউ নেই, আছে কি’
দক্ষিণী নির্মাতা অ্যাটলির নির্মাণে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছেন শাহরুখ খান ও বিজয় সেতুপতি। পর্দায় তাদের লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শক।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জাওয়ান’ ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এখানে শাহরুখ-বিজয় ছাড়া দেখা যাবে নয়নতারা, প্রিয়মণিকে।