জাতীয়: সরকারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে বিএনপি’র মহাসমাবেশ। কারো রক্তচক্ষুকে ভয় পায় না সরকার- নোয়াখালীতে ওবায়দুল কাদের। ** ইতালীর রোমের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল যোগ দেবেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। ** বগুড়া সদরসহ ১২ উপজেলার আনাচে কানাছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ভুল চিকিৎসায় প্রায়ই রোগী মারা যাওয়ার অভিযোগ। ** ৩২ লাখ টাকার বিল বকেয়া থাকায় ফরিদপুরের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। সন্ধ্যা নামলেই ভ‚তুড়ে পরিবেশ। প্রায়ই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাই। ** ঠাকুরগাঁওয়ের দু’টি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত করে দীর্ঘ ৩৮ বছর ধরে চলছে পশু বেচাকেনা। দ্রুত হাটটি সরিয়ে নেয়ার দাবি। আন্তর্জাতিক: ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ইরাক জুড়ে ব্যাপক বিক্ষোভ। খেলা: ম্যানচেস্টারে অ্যাশেজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের চেয়ে ৬১ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ** পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের চেয়ে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

ভারত সিরিজে ভালো করায় নারী দলকে বড় সুখবর দিল বিসিবি

খেলাধুলা

শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ ড্র করায় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।’ আজ রবিবার দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমকে এই বোনাসের কথা জানান তিনি।

ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও জয় পায় শেষটিতে। পরে প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে গড়ে ইতিহাস। এই ফরম্যাটে প্রথমবারের মতো তাদের বিপক্ষে জয় পায় টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ টাই হওয়ায় সিরিজ শেষ হয়েছে সমতায়।

এছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার দারুণ পারফরম্যান্স করেছেন। এই সিরিজেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হন ফারজানা হক পিংকি। নজর কাড়ে মারুফা আক্তার, রাবেয়া খানদের বোলিংও। পুরো দল ও পারফরমারদের এবার আলাদা করে ৩৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *