ঢাকার ১১টি অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত বেশি

ঢাকার ১১টি অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত বেশি

বাংলাদেশ

রাজধানী ঢাকার ১১টি এলাকা থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

১১টি এলাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটির পাঁচটি এলাকা আছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো এলাকা রয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা এলাকা।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। তার মধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *