হিরো আলমকে মারধর: বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছে ইসি

হিরো আলমকে মারধর: বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছে ইসি

বাংলাদেশ

হিরো আলম মারধরের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের এই কমিশন গঠনের জন্য ফাইল উপস্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুলাই) এই কমিশন অনুমোদন হবে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্টরা।

সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে ৫ হাজারের বেশি ভোট পান হিরো আলম। ভোটের দিন বিকালে কেন্দ্র পরিদর্শন করতে গেলে বনানী বিদ্যানিকেতনের বাইরে নৌকার ব্যাজধারীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *