কৃষ্ণ সাগরে শস্যচুক্তি থেকে বেরিয়ে আসার পর একদিন পর মঙ্গলবার ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।
এ হামলার মাধ্যমে মস্কো তার পূর্বের মত আক্রমণাত্মক পদক্ষেপে ফিরে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
টেলিগ্রামে এক বার্তায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভবনের প্রধান অ্যান্ড্রি ইয়ারমাক জানান, “ইউক্রেনের বন্দরগুলিতে রাশিয়ার রাতারাতি হামলা প্রমাণ যে সন্ত্রাসী দেশটি ইউক্রেনের খাদ্য রপ্তানির উপর নির্ভরশীল বিভিন্ন দেশে ৪০ কোটি মানুষের জীবনকে বিপন্ন করতে চায়”
সোমবার ক্রিমিয়ার সেতুটিতে হামলা হওয়ার পরপরই, মস্কো কৃষ্ণ সাগর শস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়ায়। রাশিয়ার এই পদক্ষেপে বিশ্বজুড়ে ক্ষুধা সৃষ্টির ঝুঁকি রয়েছে বলে জানায় জাতিসংঘ।
দক্ষিণে উপকূলীয় ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে আঘাত হেনেছে ছয়টি ক্যালিব্রো ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি ড্রোন, যার মধ্যে ৩১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী।
রুশ এ হামলায় ওডেসায় বেশ কয়েকটি বাড়ি এবং বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড। এ ছাড়া মাইকোলাইভে বন্দরে বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন লাগে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে ক্রিমিয়াতে একটি ইউক্রেনীয় ড্রোন হামলা ব্যার্থ করার দাবি জানিয়েছে মস্কো। হামলায় বড় ধ্রনের কোন ক্ষতি হয়নি বলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।