২০২৬ কনওয়েলথ গেমস নিয়ে তৈরি হলো ঘোর অনিশ্চয়তায়। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে আয়োজিত হওয়ার কথা এ আসর। কিন্তু বাজেট স্বল্পতার কথা উল্লেখ করে গেমস আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে প্রদেশটির প্রশাসন।
ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, ‘কমনওয়েলথ গেমস আয়োজন করতে খরচ হবে অস্ট্রেলিয়া মুদ্রায় প্রায় ৬০০ কোটি। কিন্তু ভিক্টোরিয়ার পক্ষে এখনই এত টাকা খরচ করা সম্ভব নয়।’
২০২৬ কমনওয়েলথ গেমসের আয়োজক খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হয়েছিল কমনওয়েলথ গেমস ফেডারেশনকে। গত বছর এপ্রিলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশকে আয়োজক হিসেবে ঘোষণা করে সংস্থাটি। অথচ আয়োজক শহরের নাম ঘোষণা হওয়ার কথা ছিল ২০১৯ সালে।
ভিক্টোরিয়া প্রশাসনের সিদ্ধান্তকে ‘খুবই হতাশার’ উল্লেখ করে কমনওয়েলথ গেমস ফেডারেশন জানিয়েছে, দ্রুতই খোঁজা হবে সমাধান।
১৯৩০ সাল থেকে কমনওয়েলথ গেমস আয়োজিত হয়ে আসছে। ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বযুদ্ধের কারণে এই গেমস আয়োজিত হয়নি। এরপর এবারই প্রথম এই গেমস নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। যদিও হাতে এখনও কিছুটা সময় আছে। তাই বিকল্প বের হবে বলেই আশা অনেকের।