তীব্র তাপপ্রবাহের সাথে লড়াই করছে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার কিছু অংশের মানুষ। এবার সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে।
চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি।
এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা খালিজ টাইমস।
দেশটির আবহাওয়া সংস্থার তথ্যমতে, গত শনিবার (১৫ জুলাই) এবং রবিবার (১৬ জুলাই) টানা দুই দিন আবু ধাবির বাদা দাফাসে (আল ধাফরা অঞ্চল) দেশের সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল ৫০ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি আরব আমিরাতে আংশিক মেঘলা আবহাওয়া এবং মাঝারি বাতাসের সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলছে আবহাওয়া সংস্থা।
তীব্র তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় চিকিত্সকরা বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার এবং সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
এ ছাড়া বাইরে যাওয়ার প্রয়োজন হলেও ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরতে হবে। পাশাপাশি সানস্ক্রিন লাগাতে হবে, সানগ্লাস পরতে হবে ও সঙ্গে পানি রাখতে হবে বলছেন চিকিৎসকরা।
এছাড়া শ্রমিকদের জন্য ‘মিড ডে ব্রেক’ নামে একটি নিয়ম চালু করেছে আমিরাত সরকার। এ নিয়ম অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গায় বা সরাসরি সূর্যের আলোতে কাজ করা থেকে বিরত থাকতে হবে।
নিয়ম অমান্য করে কেউ এই সময়ে শ্রমিকদের কাজ করাতে বাধ্য করলে ওই মালিককে ৫ হাজার থেকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা করা হবে।